১৫ দিন বন্ধের পর আজ খুলছে টিএসসির চায়ের দোকান


১৫ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে খুলছে টিএসসির চায়ের দোকানগুলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দকৃত ১১টি দোকান এখন থেকে টিএসসিতে বসতে যাচ্ছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে দোকান খোলার কথা থাকলেও টিএসসির চা দোকানি স্বপন মামাসহ কয়েকজন দোকানি জানিয়েছেন, কাঁচামাল সংকটের কারণে দোকান খুলতে পারেননি তারা। তবে আজ থেকে আবারও চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেছেন, দোকান নিবন্ধনের জন্য ১১টি আবেদন আসে। আমরা ১১টিই গ্রহণ করেছি। এখন থেকে টিএসসিতে এ ১১টির বাইরে কোনো দোকান বসতে পারবে না।

#universalvoice24 #TSC

Post a Comment

Previous Post Next Post