উলিপুর পোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারকে ঈদ উপহার প্রদান


নিজস্ব প্রতিবেদক

জনগণের সার্বিক সহযোগিতায় পরিচালিত উলিপুর পোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৫০ পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়। উপহারসামগ্রী হিসেবে ছিল সেমাই, চিনি ও মুড়ি।

শনিবার (২৯ মার্চ) রাতে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। ফাউন্ডেশনের সদস্যদের নিরলস পরিশ্রমের মাধ্যমে বেছে বেছে নিতান্ত অসহায়দের মাঝে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ দিন রাতে পান্ডুলের কবিরাজপাড়া, দুর্গাপুরের মাস্টারপাড়া, পানাতিপাড়াসহ কয়েকটি স্থানে এ খাদ্যসামগ্রী দেয়া হয়।

২০২৪ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনটি প্রতিবছর ঈদ-উল-ফিতরে এ কার্যক্রম সম্পন্ন করে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম, অর্থ সম্পাদক জামিউল ইসলাম, শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক ইমাম হাসান, শিশু ও বয়স্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. সৌরভ, সদস্য সামসুজ্জামান মিসবাহ প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post